রাজ্য বিভাগে ফিরে যান

রাত পোহালেই ফল প্রকাশ – চার বিধানসভায় জোর চর্চা জেতা-হারার হিসেবে নিকেশ নিয়ে

July 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের গণনা। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা কেন্দ্রে গত বুধবার উপনির্বাচন হয়েছে।আগামীকাল সকাল ৮টায় শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা, তারপর ইভিএম। মনে করা হচ্ছে দুপুরের মধ্যেই পরিষ্কার জেতা-হারার হিসেবে নিকেশ।

উপনির্বাচন হলেও এই ভোটের ফলাফল খুব তাৎপর্যপূর্ণ। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে দুর্দান্ত ফলাফল করেছে তৃণমূল। তবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা বিধানসভায় পিছিয়ে আছে তারা। শুধু তাই নয়, এই তিন আসনের লোকসভা ভোটে জয় পেয়েছে বিজেপি। তবে মানিকতলা এগিয়ে তৃণমূল।

উপ নির্বাচনে চারে চার করার ব্যাপারে তৃণমূল কংগ্রেস আশাবাদী । ২০২১ সালের বিধানসভা ভোটে এই চার কেন্দ্রের মধ্যে তিনটি আসনে জিতেছিল প্রধান বিরোধী দল বিজেপি। বাম-কংগ্রেস প্রার্থী দিলেও এবারও লড়াই বিজেপি।আর তৃণমূলের মধ্যে।

শুক্রবার সন্ধেয় পাড়ায় পাড়ায় চায়ের দোকান থেকে স্টেশন, বাসস্ট্যান্ডে আলোচনা, ঘটিতে কমিয়ে বিজেপির ভোটব্যাংকে দাঁত ফোটাতে পারবে তৃণমূল? নাকি আরও প্রভাব বাড়াবে বিজেপি?

TwitterFacebookWhatsAppEmailShare

#By-elections, #RESULTS

আরো দেখুন