← রাজ্য বিভাগে ফিরে যান
বঙ্গের একাধিক জেলা ভাসবে ভারী বৃষ্টিতে? রইল আপডেট
দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটল। কলকাতা সহ প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে আজ।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হলুদ সতর্কবার্তা। এছাড়া মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে।
আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , পূর্ব ও পশ্চিম বর্ধমান , বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বছর বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে