বাংলায় মহিলাদের মধ্যে টেলিমেডিসিন পরিষেবা ‘স্বাস্থ্যইঙ্গিত’এ অসম্ভব ভালো সাড়া মিলছে

স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, বাংলায় এখন ১০ হাজারের বেশি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে এই পরিষেবা মিলছে।

July 13, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
টেলিমেডিসিন পরিষেবা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২১ সালের আগস্টে বাংলায় টেলিমেডিসিন পরিষেবা ‘স্বাস্থ্যইঙ্গিত’ প্রকল্পটি শুরু হয়। এবছরের জুন পর্যন্ত পরিষেবা পেয়েছেন ৪ কোটি ৪ লাখেরও বেশি মানুষ। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, বাংলায় এখন ১০ হাজারের বেশি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে এই পরিষেবা মিলছে। এর মধ্যে উপ স্বাস্থ্যকেন্দ্র ৮৯২৬টি, প্রাথমিক ও পুর স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা যথাক্রমে ৭৮০ ও ৪৬৫।

দপ্তরের এক আধিকারিক বলেন, উল্লেখযোগ্য বিষয় হল, বাংলার মা-বোনদের মধ্যে স্বাস্থ্যইঙ্গিতে অসম্ভব ভালো সাড়া মিলেছে। সুবিধাভোগীদের ৬৩ শতাংশই মহিলা। পুরুষের সংখ্যা তুলনায় অনেকটাই কম—৩৭ শতাংশ।

জুন মাসের পরিসংখ্যান অনুযায়ী, টেলিমেডিসিনে ডাক্তার দেখানোয় শীর্ষে রয়েছে চার জেলা ও স্বাস্থ্যজেলা। সেগুলি হল রামপুরহাট, মুর্শিদাবাদ, কালিম্পং এবং পূর্ব বর্ধমান। ২২ শতাংশ পারফরমেন্স বেড়েছে রামপুরহাটের। অন্যদিকে পারফরমেন্স মোটেই সন্তোষজনক নয় বীরভূম, দার্জিলিং এবং জলপাইগুড়ির।
কোন বয়সসীমার মানুষ এই পরিষেবা বেশি নিচ্ছেন? স্বাস্থ্যদপ্তর জানাচ্ছে, ৩৬-৫৯ বছর বয়সি মানুষ সবচেয়ে বেশি স্বাস্থ্যইঙ্গিতে দেখাচ্ছেন। মানে মধ্যবয়সি থেকে শুরু করে বার্ধক্য ছুঁতে চলা মানুষজন। এই চিত্র গোটা রাজ্যের হলেও কলকাতায় পরিস্থিতি আলাদা। বাংলার রাজধানী শহরে দেখা যাচ্ছে টেলিমেডিসিনে দেখাচ্ছেন বেশি ১৫ থেকে ৩৫ বছরের অল্পবয়সিরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen