ফের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি কৃষকদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোট মিটতেই ফের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেছেন কৃষকরা। বৃহস্পতিবার কৃষকদের সম্মিলিত সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা ঘোষণা করেছে, এমএসপি-র আইনি গ্যারান্টি, চাষীদের ঋণ মকুবের দাবিতে তাঁরা ফের আন্দোলন শুরু করবেন। সংসদের বাজেট অধিবেশনের আগে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য তাঁরা সময় চাইবেন। প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার হাতে নিজেদের দাবিপত্র তুলে দেবেন। সব সাংসদকেই তুলে দেওয়া হবে দাবিপত্র।
পাশাপাশি জানা গিয়েছে, আগামী ৯ আগস্ট ‘ভারত ছাড়ো’ আন্দোলনের দিনটাকে ‘কর্পোরেট ভারত ছাড়ো’ আন্দোলন দিবস হিসাবে পালন করবেন কৃষকরা। তাঁদের দাবি, ২০২১ সালে সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে কেন্দ্র যে চুক্তি করেছিল, সেই চুক্তির সব শর্ত মেনে নিতে হবে। কৃষিঋণ মকুব করতে হবে এবং এমএসপির আইনসিদ্ধ গ্যারান্টি দিতে হবে। কেন্দ্র এই দাবি না মানলে ফের আন্দোলনের রাস্তায় হাঁটবেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনে দেশের ১৫৯টি গ্রামীণ লোকসভা কেন্দ্রে হেরেছে গেরুয়াশিবির। আগেরবারের জেতা যে আসনগুলি বিজেপি হারিয়েছে, তার মধ্যেও ৩৮টি মূলত গ্রামীণ কৃষিপ্রধান। অর্থাৎ কৃষকদের ক্ষোভ ভালোভাবেই বিজেপির হাঁটু কাঁপিয়ে দিয়েছে।