প্রয়াত প্রণব, শোকবার্তায় ভাসলো সোশ্যাল মিডিয়া

ক্রমশই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে মৃত্যুর কাছে হার মানেন এই ভারতরত্ন।

August 31, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। দিল্লির বাসভবনে পড়ে মাথায় চোট পান তিনি। যার জেরে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। অস্ত্রোপচার প্রয়োজন বলে জানান চিকিৎসকরা। অস্ত্রোপচারের আগে জানা যায় তিনি করোনা আক্রান্ত। তার পরও অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালের চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর থেকেই তাঁর শারীরিক অবস্থা ছিল সঙ্কটজনক। ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। কিন্তু ক্রমশই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে মৃত্যুর কাছে হার মানেন এই ভারতরত্ন।

প্রাক্তন রাষ্ট্রপতির এই আকস্মিক প্রয়াণে শোক বার্তায় ভাসলো গোটা দেশ। তাঁর পুত্র কন্যা সহ রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ক্রীড়া জগৎ, বিনোদন জগৎ, সবাই সামাজিক মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

দেখে নেব সেরকমই কিছু টুইটঃ

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen