দেশ বিভাগে ফিরে যান

সাত রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে INDIA-র কাছে ধাক্কা খেল NDA

July 13, 2024 | < 1 min read

————-ছবি: পিটিআই।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পশ্চিমবঙ্গ-সহ দেশের সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধীদের কাছে ধাক্কা খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এর মধ্যে জেতা এবং এগিয়ে থাকার হিসাবে কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকে-সহ ‘INDIA’র শরিকেরা ১০টি পেতে চলেছে। বিজেপি মাত্র দু’টি! তার মধ্যে একটিতে তাদের সহযোগী নীতীশ কুমারের জেডিইউ।

পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলার উপনির্বাচনে জিতেছে তৃণমূল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে, এমনকি সদয় সমাপ্ত লোকসভা নির্বাচনেও, বিধানসভার নিরিখে এর মধ্যে প্রথম তিনটি ছিল বিজেপি দখলে। পাশাপাশি দেশের আরও ছ’টি রাজ্যের যে ন’টি বিধানসভায় ভোট হয়েছিল, তার মধ্যে হিমাচলের হামিরপুরে বিজেপি জিতেছে। তার জোটসঙ্গী জেডি(ইউ) আসনে এগিয়ে রয়েছে বিহারের রুপৌলিতে।

কংগ্রেস হিমাচলের দু’টি আসনে জিতেছে। উত্তরাখণ্ডের দু’টি আসনেও তারা এগিয়ে। পঞ্জাবে একটি বিধানসভায় আম আদমি পার্টি এবং তামিলনাড়ুর একটিতে ডিএমকে জিতেছে। মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় টানটান লড়াই চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#By-elections, #Byelection Result 2024, #NDA Vs INDIA, #Assembly Seats

আরো দেখুন