রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের আটটি হাসপাতালকে সেরার স্বীকৃতি দিল কেন্দ্র, প্রথম রানাঘাট

July 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টারের তরফে গত ১১ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত রাজ্যের ছোট-বড় সমস্ত সরকারি হাসপাতালগুলিকে নিয়ে চলেছিল ‘লক্ষ্য’ সমীক্ষা। সমীক্ষায় অংশগ্রহণ করেছিল মহাকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলি। মূলত, হাসপাতালের লেবার রুমের পরিকাঠামো ও প্রসূতিদের অস্ত্রোপচার পদ্ধতি কতটা উন্নত, তার ওপরেই হয়েছিল সমীক্ষা।

জানা গিয়েছে, ৯৬.৮৩ শতাংশ নম্বর পেয়ে এই সমীক্ষায় প্রথম হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতাল। দুই বিভাগেই সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে এই হাসপাতাল। ৯৪.৯৫ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ। ৯৪.১৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে রায়গঞ্জ জেলা হাসপাতাল। এছাড়াও তালিকায় রয়েছে মালবাজার মহাকুমা হাসপাতাল, বোলপুর মহকুমা হাসপাতাল, রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম।

রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে বরাবরই সরব বিরোধীদল বিজেপি। অথচ, এবার দেখা গেল কেন্দ্রে ক্ষমতাসীন তাদের সরকারই জাতীয় স্বাস্থ্য মিশনের সমীক্ষাই রাজ্যের হাসপাতালগুলির অপারেশন থিয়েটারের পরিকাঠামো ও প্রসূতি চিকিৎসাকে সেরার স্বীকৃতি দিয়েছে। প্রায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে রানাঘাট মহাকুমা হাসপাতাল। আর্থিক পুরস্কার বাবদ কেন্দ্রের তরফে এই হাসপাতাল পাবে মোট ১২ লক্ষ টাকা।

রানাঘাট মহাকুমা হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী বলেন, ‘এই সাফল্যের পিছনে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে চতুর্থ শ্রেণির কর্মচারীদের অবদান অনস্বীকার্য। সমস্ত পরিকাঠামো থাকলেও টিম ওয়ার্ক ছাড়া কোনও হাসপাতালই পরিষেবায় সেরা হতে পারে না। আশা করছি, আগামী দিনেও উন্নত পরিষেবার ধারা আমরা বজায় রাখব।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Health, #West Bengal, #hospital

আরো দেখুন