খেলা বিভাগে ফিরে যান

রবিবার ইউরো কাপের ফাইনাল ম্যাচ কি উপভোগ করতে পারবে কলকাতার টিভি দর্শকদের একাংশ?

July 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিন কয়েক ধরে সোনির কোনও চ্যানেল আসছে না হ্যাথওয়ে, ডেন, মেট্রোকাস্ট, জিটিপিএল-কেসিবিপিএলে। ফলে বন্ধ খেলা দেখা। যদিও জিটিপিএল-কেসিবিপিএলে ইউরোর ম্যাচ দেখা গিয়েছে। বাদবাকি সম্প্রচার বন্ধ। এই মাল্টি সিস্টেম অপারেটর বা এমএসও সংস্থার আওতায় থাকা কোনও কোনও দর্শক অবশ্য খেলা দেখেছেন ‘পাইরেসি’র মাধ্যমে। সেমিফাইনালে এই ডামাডোল চললেও, ফাইনাল পর্ব সুষ্ঠুভাবে দেখানো হোক, এই আশা করছেন দর্শক। যদিও সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত সংস্থাগুলির সঙ্গে সোনি কর্তৃপক্ষের বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি। সোনির দাবি, এই এমএসও সংস্থাগুলি ছ’মাস ধরে তাদের প্রাপ্য টাকা বাকি রেখেছে। তবে তারা চেষ্টা করছে দ্রুত সমাধান করার।

হ্যাথওয়ের অন্যতম কেবল অপারেটর অলোক জানা বলেন, আমরা অসমর্থিত সূত্রে শুনছি, রবিবারের মধ্যে চ্যানেল চালু হবে। তা হলেই মঙ্গল। কারণ, দর্শক সুষ্ঠুভাবে খেলা দেখুন, আমরা সকলেই চাই। ফাইনাল খেলার সঙ্গে যেহেতু বিপুল সংখ্যক মানুষের আবেগ জড়িয়ে আছে, তাই এমএসও এবং চ্যানেল কর্তৃপক্ষ উভয়েই নমনীয় হবে বলে আশা করছি। অর্থাৎ, আশা করা যাচ্ছে রবিবার ইউরো কাপ ফাইনালে ইংল্যান্ড বনাম স্পেনের ফুটবল উপভোগ করতে পারবে কলকাতার টিভি দর্শকদের একাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Euro Cup, #final

আরো দেখুন