রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের ৪০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে মডেল হিসেবে তৈরি করা হবে

July 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের ৪০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে মডেল বা সক্ষম সেন্টার হিসেবে তৈরি করা হবে। বর্তমানে যেসব কেন্দ্র নিজস্ব বাড়িতে চলে তাদের মধ্যে কোনগুলিকে উন্নীত করা হবে, বাছাই করে নেওয়া হবে সেগুলি। গতবছর পাঁচ জেলা থেকে ৪,৭৫০টি এমন কেন্দ্রকে এই তকমা প্রদানসহ উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়। সংখ্যাটি এবার আরও অনেকটাই বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চিহ্নিত করার কাজ।

যেসব সেন্টার বাছাই করা হবে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে তাদের প্রত্যেকটিকে এক লক্ষ টাকা দেবে। ওই টাকায় সংশ্লিষ্ট কেন্দ্রে এলইডি টিভি ও ওয়াটার ফিল্টার বসানো হবে। এছাড়া সব্জি বাগান, বর্ষার জল সংরক্ষণসহ চালু করা হবে বিভিন্ন প্রকল্প।

TwitterFacebookWhatsAppEmailShare

#anganwadi

আরো দেখুন