খেলা বিভাগে ফিরে যান

নয়া চ্যাম্পিয়ন পেল অল ইংল্যান্ড ক্লাব, উইম্বলডনে মহিলা সিঙ্গলসের ফাইনালে জয় বার্বোরা ক্রেচিকোভার

July 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন চ্যাম্পিয়ন পেল অল ইংল্যান্ড ক্লাব। খেতাব জিতলেন চেকিয়ার বার্বোরা ক্রেচিকোভা। শনিবার, উইম্বলডনে মহিলা সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ইতালির জেসমিন পাওলিনির ও বার্বোরা ক্রেচিকোভা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হলেন বার্বোরা ক্রেচিকোভা। ৬-২, ২-৬, ৬-৪ তিন সেটের ফলাফলে ইতালির জ্যাসমিন পাওলিনিকে হারিয়ে দেন ক্রেচিকোভা।

ক্রেচিকোভা, ২০২১ সালে ফরাসি ওপেন জয়ের তিন বছর পর উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন। টেনিসজীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ক্রেচিকোভা। ১৯৯৫ সালের ১৮ ডিসেম্বর জন্ম ক্রেচিকোভার। তার ১৭ দিন পর ১৯৯৬ সালের ৪ জানুয়ারি জন্ম ইটালির পাওলিনির। সমবয়সি দুই খেলোয়াড়ের লড়াইয়ে অবশ্য নতুন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন পেলেন না টেনিসপ্রেমীরা।

প্রথম সেটে ১৭ দিনের ছোট প্রতিপক্ষকে এক রকম দাঁড়াতেই দেননি ক্রেচিকোভা। ৬-২ ব্যবধানে জেতেন প্রথম সেট। পাওলিনি দ্বিতীয় সেটে ফেরেন, পাল্টা ৬-২ ব্যবধানে জেতেন। ১-১ সেট হওয়ায় তৃতীয় সেট নির্ণায়ক হয়ে দাঁড়ায়। শেষ গেমে ৬-৪ ব্যবধানে সেট, তথা উইম্বলডন জিতে নেন ক্রেচিকোভা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Women's Singles Final, #Krejcikova, #Wimbledon, #Wimbledon Championships, #Wimbledon 2024

আরো দেখুন