চারে চার করার পর তৃণমূলের এবার লক্ষ্য ছয়ে ছয়
দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তাতে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ এি চারটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। সামনেই আরও ছয় বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। মূলত যে বিধায়করা লোকসভা ভোটে দাঁড়িয়ে সাংসদ নির্বাচন হয়েছেন, তাঁদের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্রগুলিতে উপ নির্বাচন হবে। সিতাই, মেদিনীপুর, নৈহাটি, তালডাংরা, হাড়োয়া ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। মনে করা হচ্ছে দিন কয়েকের মধ্যে এই ছয় কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন।
এবার রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল জয়ী হয় ২৯টিতে। তাৎপর্যপূর্ণ এটাই, ২০২১ সালের পর থেকে বিজেপির পরাজয় যেন থামছেই না। সেইসময় থেকে আজ পর্যন্ত কোনও বিধানসভা উপ নির্বাচনে জয়ী হতে পারেনি বিজেপি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে ওঠা বাংলার মানুষের গর্জনকে পুঁজি করেই আসন্ন ছয় বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে ঝাঁপাতে চলেছে জোড়াফুল ব্রিগেড। এবার টার্গেট ৬-এ ৬।
ছয় কেন্দ্রের মধ্যে ৫টি তৃণমূলের দখলে ছিল ২০২১ সালের ভোটে। একমাত্র মাদারিহাট কেন্দ্রে বিজেপি জিতেছিল। কিন্তু তৃণমূল বলছে, উত্তরবঙ্গে এর আগে ধূপগুড়ির উপ নির্বাচনে জোড়াফুল ফুটেছিল। ফলে মাদারিহাট কেন্দ্রেও জয় আসা অসম্ভব নয়। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বিজেপির পরাজয় হয়েই চলেছে, আর তৃণমূলের বিধায়ক সংখ্যা বাড়ছে। আসন্ন বিধানসভা উপ নির্বাচনে আমাদের টার্গেট ৬-এ ৬।