দেশ বিভাগে ফিরে যান

খুচরো মূল্যবৃদ্ধির হারের পর রেকর্ড বৃদ্ধি পাইকারি মূল্যসূচকেও! প্রাণ ওষ্ঠাগত মধ্যবিত্তের

July 16, 2024 | < 1 min read

খুচরো মূল্যবৃদ্ধির হারের পর রেকর্ড বৃদ্ধি পাইকারি মূল্যসূচকেও! প্রাণ ওষ্ঠাগত মধ্যবিত্তের

খুচরো মূল্যবৃদ্ধির হার থেকে পাইকারি মূল্যসূচক, সর্বত্র পরিসংখ্যান শুধুই ঊর্ধ্বমুখী। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ফি মাসে সময়সীমায় খাদ্য এবং অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সাম্প্রতিককালের মধ্যে খুচরো মূল্যবৃদ্ধির হার খাদ্যের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। সাড়ে ৫ শতাংশ ছাপিয়ে গিয়েছে।

সোমবার প্রকাশিত কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, পাইকারি মূল্যসূচকও ক্রমবর্ধমান। গত ১৬ মাসের মধ্যে পাইকারি মূল্যসূচক সর্বোচ্চ হয়েছে। জুনে হার ৩.৪ শতাংশে পৌঁছেছে। মে মাসেই হার ছিল ২.৬ শতাংশ। জুনে পাইকারি মূল্যসূচক খাদ্যপণ্যের ক্ষেত্রে অনেকটাই বেশি। মে-তে যেসব খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার ছিল ৭.৪০ শতাংশ। জুনে তা বেড়ে হয়েছে ৮.৬৮ শতাংশ। সব্জি, ডাল, তেল, আলু, পেঁয়াজের মতো খাদ্যপণ্যের দাম মাসে মাসে বেড়েই চলেছে। এই পণ্যগুলির পাইকারি দর জুনে বহুগুণ বেড়ে যাওয়ায়, খুচরো বাজারে দাম কমার কোনও নাম নেই।

চাল, গম, ডাল, সব্জি, আলু, পেঁয়াজ ইত্যাদির মূল্যবৃদ্ধির হার কোনও কোনও ক্ষেত্রে ৩৮ শতাংশ, কোনও ক্ষেত্রে আবার ৬৬ শতাংশ। পেঁয়াজের মূল্যবৃদ্ধির হার ৯৩ শতাংশ। ফলের দামও নিয়ন্ত্রণহীন।

বেছে বেছে কেবল খাদ্যপণ্যের দামই বাড়ছে। দুই থেকে তিনগুণ হারে প্যাকেটজাত খাদ্য পণ্যের দামও বাড়ছে। রিজার্ভ ব্যাঙ্ক এবং অর্থমন্ত্রক গোটা বিশ্বের প্রবণতা বলে মূল্যবৃদ্ধিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। রেপো রেট না কমানোর যুক্তিতে আমেরিকার প্রসঙ্গ চলে আসে। কিন্তু গত সপ্তাহে মার্কিন মূল্যবৃদ্ধির হার তুলনামূলকভাবে কমে গিয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট কমানোর পথে হাঁটবে বলেও শোনা যাচ্ছে। কিন্তু ভারতে মূল্যবৃদ্ধি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। কেন্দ্র কোনওভাবেই আর লাগাম টানতে পারছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #price hike, #wholesale prices, #price rises, #middleclass

আরো দেখুন