রাজ্য বিভাগে ফিরে যান

#BREAKING ২১ জুলাই শহিদ দিবসের জন্য সংসদের সর্বদলীয় বৈঠকে যোগ দেবেনা তৃণমূল

July 16, 2024 | < 1 min read

সংসদের সর্বদলীয় বৈঠকে যোগ দেবেনা তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংসদে বর্ষা অধিবেশনের আগে কেন্দ্রীয় সরকার ২১ জুলাই সর্বদলীয় বৈঠক ডেকেছে বলে জানা গেছে। তবে সেই দিনই কলকাতায় তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহিদ দিবস জমায়েতের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কোনও সাংসদ এই বৈঠকে থাকবে না বলে খবর।

২২ জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ২৩ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ করার সম্ভাবনা রয়েছে। অধিবেশনের আগে, কেন্দ্রীয় সরকার সংসদে সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে এই বৈঠক, বলে জানা যাচ্ছে। তবে সংসদের প্রত্যেক অধিবেশনের আগেই এরকম সর্বদলীয় বৈঠক হয়ে থাকে।

এই অধিবেশন ৯ আগস্ট পর্যন্ত চলার কথা। আগের অধিবেশনের সময় যা ২৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলেছিল, সংসদে মূলত NEET বিতর্কের কারণে হট্টগোল হয়েছিল। অধিবেশনে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণও দেখা গেছে। সরকারের লক্ষ্য আসন্ন অধিবেশন চলাকালীন বিঘ্ন এড়াতে, গুরুত্বপূর্ণভাবে মোদী সরকারের 3.0-এর প্রথম বাজেট পেশ করার দিকে মনোনিবেশ করা।

প্রসঙ্গত, এর আগে এই বছর, নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি, ২০২৪-এ একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #21st July, #martyrs day

আরো দেখুন