রাজ্য বিভাগে ফিরে যান

বাজেটের আগে কী প্রত্যাশা এ’রাজ্যের স্বর্ণ ব্যবসায়ীদের?

July 17, 2024 | < 1 min read

বাজেটের আগে কী প্রত্যাশা এ’রাজ্যের স্বর্ণ ব্যবসায়ীদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২৩ জুলাই বাজেট পেশ করবেন। এরাজ্যের স্বর্ণ ব্যবসায়ীরা তার আগেই দাবি জানালেন, গয়নার ক্ষেত্রে ইএমআই বা কিস্তির সুবিধা চালু করুক কেন্দ্র। সোনার দাম যে হার বাড়ছে, তা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। কিস্তিতে গয়না কেনার সুবিধা মিললে, এক ধাক্কায় অনেকটা বিক্রি বাড়তে পারে বলেই মনে করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী কাছেও আর্জি জানিয়েছেন তাঁরা।

অনেক সোনার দোকানে এখন মান্থলি স্কিম চালু রয়েছে। ক্রেতারা মাসে মাসে কিছু টাকা দোকানে জমা করেন। যেদিন টাকা জমা হয়, সে’দিনের সোনার দর অনুযায়ী ক্রেতার নামে সোনার বুকিং হয়। স্কিমটি ততটা জনপ্রিয় নয় বলে দাবি করেছেন ব্যবসায়ীদের।

স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির কার্যনির্বাহী সভাপতি সমর দে জানান, প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের কাছে যে দাবিগুলি পেশ করেছেন তাঁরা, তার মধ্যে অন্যতম ইএমআই বা কিস্তির সুবিধা। তা চালু করুক কেন্দ্র। ক্রেতাদের বেশি বাজেটের গয়না কেনার ইচ্ছা থাকলেও টাকার সমস্যা থাকায় কিনতে পারেন না তাঁরা। মাসে মাসে কিস্তিতে টাকা মেটানোর সুযোগ পেলেই তাঁরা গয়না কিনতে পারেন। ইএমআই সুবিধায় স্বর্ণ ব্যবসায়ীদের বিক্রিও এক লাফে অনেকটা বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Nirmala Sitharaman, #Budget 2024, #gold traders

আরো দেখুন