দেশ বিভাগে ফিরে যান

সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে চাপে শাসকজোট এনডিএ

July 16, 2024 | < 1 min read

সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে চাপে শাসকজোট এনডিএ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যসভায় আসন কমল বিজেপির। যার জেরে সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাল শাসকজোট এনডিএ। শনিবারই মেয়াদ শেষ হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনোনীত চার রাজ্যসভা সাংসদের। তালিকায় রাকেশ সিনহা, রাম সকল, সোনাল মানসিং এবং মাহেশ জেঠমালাই। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে এনডিএ শিবিরের বাইরে থাকা বন্ধু দলগুলির সাহায্য প্রয়োজন হতে পারে বিজেপির।

২৪৫ সদস্যের সংসদের এই উচ্চকক্ষে ১১৩ জনের সমর্থন থাকলে তবেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ হয়। বিজেপি-র সাংসদ সংখ্যা নেমে গেল সংখ্যাগরিষ্ঠতার নীচে। এনডিএ-র ক্ষেত্রে যদিও সাতজন মনোনীত এবং একজন নির্দল সাংসদের সমর্থন রয়েছে। বর্তমানে রাজ্যসভার মোট সাংসদ সংখ্যা ২২৫। এর মধ্যে কংগ্রেস সহ ইন্ডিয়া শিবিরের মোট সদস্য সংখ্যা ৮৭। এর মধ্যে কংগ্রেসের সাংসদ মোট ২৬ জন। বাংলার শাসকদল তৃণমূলের মোট সাংসদ ১৩, আম আদমি পার্টি, ডিএমকে-র ১০ জন করে রাজ্যসভা সাংসদ রয়েছে। এনডিএ কিংবা ইন্ডিয়া শিবির ছাড়া রাজ্যসভায় তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বিআরএস এবং নির্দল সাংসদরা বাকি আসনগুলিতে বসেন।

বর্তমানে রাজ্যসভায় ২০টি আসন শূন্য রয়েছে। তার মধ্যে ১১টি আসনে চলতি বছরেই ভোট হওয়ার কথা। মহারাষ্ট্র, বিহার, অসমের দু’টি এবং হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, ত্রিপুরার একটি করে রাজ্যসভার আসন রয়েছে এই তালিকায়। বিধানসভার শক্তির নিরিখে এর মধ্যে সাতটি আসনে এনডিএ-র জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। মহারাষ্ট্রেও এনডিএ অতিরিক্ত দু’টি আসনে জয়ী হতে পারে। সে ক্ষেত্রে মনোনীত সদস্যদের সমর্থন নিয়ে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে এনডিএ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #NDA, #majority mark

আরো দেখুন