মমতার মানবিক উদ্যোগ, ক্যানসার আক্রান্ত প্রাক্তন মন্ত্রী তথা RSP নেতার চিকিৎসার ভার গ্রহণ রাজ্যের

সোমবার রাতে মমতা খবর পান।

July 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আবারও দেখা মিলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক রূপের, ক্যানসার আক্রান্ত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর চিকিৎসার জন্য উদ্যোগ নিলেন তিনি। সাত বারের আরএসপি বিধায়ক ক্যানসারে ভুগছেন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু
বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিপুল ব্যয়ভার প্রাক্তন মন্ত্রীর পরিবার এবং তাঁর দলের পক্ষে সামলানো কঠিন হয়ে উঠছিল।

সোমবার রাতে মমতা খবর পান। মঙ্গলবার সকালেই তিনি এসএসকেএমের সুপারকে বলেন, যাতে প্রাক্তন মন্ত্রীকে বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে এসে এসএসকেএমে ভর্তি করানো হয়। সেই মতো এসএসকেএমের সুপার বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বলেও জানানো হয়। বাম আমলের প্রাক্তন মন্ত্রীকে বেসরকারি হাসপাতাল থেকে রাজ্যের সরকারি চিকিৎসার অন্যতম সেরা কেন্দ্র এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করানোর এই উদ্যোগ মমতার মানবিক রূপ ফের প্রকাশ্যে এল।

মমতার এমন মানবিক উদ্যোগের উদাহরণ একাধিক রয়েছে। বিভিন্ন সময়ে অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের খোঁজখবর নিয়েছেন মমতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে গিয়েছেন তাঁকে দেখতে। অসুস্থ গায়কের চিকিৎসার ব্যবস্থা করেছেন। খবর সংগ্রহে গিয়ে অসুস্থ চিত্র সাংবাদিককে নিজের গাড়িতে করে হাসপাতালে পাঠিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen