রাজ্য বিভাগে ফিরে যান

বৃষ্টিতে তোলপাড় হবে বাংলা! জেনে নিন কোন কোন জেলায়?

July 19, 2024 | < 1 min read

দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: অবশেষে শ্রাবণের শুরুতে টানা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে আজ থেকেই ঘনাচ্ছে নিম্নচাপ। ফলে ওড়িশা এবং অন্ধের উপকূলে নিম্নচাপ অবস্থান করলেও এর প্রভাব পড়বে কলকাতা-সহ বিভিন্ন জেলায়।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রপাতের সম্ভাবনা। এর জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই তুমুল বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়াও শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বহু জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #Rain Forecast, #West Bengal

আরো দেখুন