গঙ্গার পাড়ে সবুজ গাছগাছালিতে ভরা লোচন ঘোষের শিবমন্দির
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বরানগরে অসংখ্য স্নানের ঘাটের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য আলমবাজারে লোচন ঘোষের ঘাট। কলকাতার পাথুরিয়াঘাটার ঘোষদের পূর্বপুরুষ ছিলেন রামলোচন। তিনি ছিলেন ওয়ারেন হেস্টিংসের দেওয়ান। এই বরানগরেই ছিল হেস্টিংস সাহেবের কুঠি। সেই বড় কুঠি রামলোচন ঘোষের হাতে আসে। ১৮৯০ থেকে ১৮৯১ সালের মধ্যে ওই ভগ্নপ্রায় কুঠি ভেঙে ফেলা হয়।
ব্যবসা করে একসময় রামলোচন প্রচুর সম্পত্তির মালিক হন। তিনি ওই কুঠি সংলগ্ন জমিতে বহু অর্থ ব্যয় করে নির্মাণ করেন ১২টি শিবমন্দির ও সুন্দর একটি বাঁধানো ঘাট। বর্তমানে এই ঘাটই লোচন ঘোষের ঘাট নামে পরিচিত। যদিও অনেকে আবার এই ঘাটটিকে আলমবাজার ঘাট বলেও চেনেন। শিবরাত্রি, নীল ষষ্ঠী, চৈত্র সংক্রান্তি, গাজনের সময় এখানে উপচে পড়ে ভিড়।
রামলোচন ঘোষের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছিল ১৮২০ সালের ১৯ ফেব্রুয়ারি ‘সমাচার দর্পণ’-এ। এই ঘাটের ফলকে লেখা রয়েছে— ‘শ্রীরামলোচন দাস ঘোষস্য, সাকিন কলিকাতা পাথুরিয়াঘাটা। ১২১৯ সাল।’ বর্তমানে সরকারি উদ্যোগে এই ঘাটটির আমূল সংস্কার করা হয়েছে। গঙ্গার পাড়ে সবুজ গাছগাছালিতে ভরা স্থানটি অত্যন্ত মনোরম।