হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

অসম থেকে স্মৃতি ইরানিকে রাজ্যসভায় আনতে পারে BJP?

July 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চব্বিশের লোকসভা নির্বাচনে দ্বিতীয় মোদী সরকারের একঝাঁক মন্ত্রীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। হাই প্রোফাইল পরাজয়ের মধ্যে অন্যতম আমেঠিতে স্মৃতি ইরানির পরাজয়। ২০১৯-র নির্বাচনে রাহুল গান্ধিকে পরাজিত করে স্মৃতি ইরানি পুরস্কার হিসাবে পেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব৷ ওই আসনে স্মৃতিই এবার পরাজিত হয়েছেন কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মার কাছে, ১,৬৭,১৯৬ ভোটের ব্যবধানে। শোনা যাচ্ছে, হেরো মন্ত্রীদের মধ্যে স্মৃতি ইরানিকে রাজ্যসভার পাঠানোর কথা ভাবছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। স্মৃতি ইরানি বিগত দুই মোদী সরকারের মন্ত্রী ছিলেন।

লোকসভা ভোটে বেশ কয়েকজন রাজ্যসভার সদস্যকে টিকিট দিয়েছিল বিজেপি। তাঁদের অনেকেই জয়ী হওয়ায় রাজ্যসভার আসন ফাঁকা হয়েছে। রাজ্যসভায় অসম থেকে নির্বাচিত সর্বানন্দ সোনওয়াল, বিহার থেকে বিবেক ঠাকুর, মধ্যপ্রদেশ থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মহারাষ্ট্র থেকে পীযূষ গোয়েল এবার লোকসভা ভোটে জিতেছেন। উচ্চকক্ষের ফাঁকা আসনগুলি পূরণের সময় স্মৃতি ইরানিকে প্রার্থী করা হতে পারে বলে খবর। অসম থেকে রাজ্যসভার শূন্য আসনে স্মৃতি ইরানি জিতিয়ে এনে মন্ত্রীসভায় ঠাঁই দিতে পারে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #assam, #bjp, #Smriti Irani

আরো দেখুন