প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে কি ভুলে গিয়েছে তৃণমূল?

কংগ্রেসের অন্যতম নেপথ্য নায়ক, দেশের বহু রাজনৈতিক পট-পরিবর্তনের সাক্ষী ও অনুঘটক প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্রের এই হাল! তাঁকে কি ভুলে গিয়েছে তৃণমূল?

July 20, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অভিজিৎ মুখোপাধ্যায় এখন কোথায়? মানে তাঁর রাজনৈতিক অবস্থান ঠিক কী? জানেন? বলতে পারবেন? না! আম জনতার কাছে উত্তর নেই। উত্তর নেই বাঘা বাঘা রাজনীতিকদের কাছেও!

কংগ্রেসের অন্যতম নেপথ্য নায়ক, দেশের বহু রাজনৈতিক পট-পরিবর্তনের সাক্ষী ও অনুঘটক প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্রের এই হাল! তাঁকে কি ভুলে গিয়েছে তৃণমূল?

নাম প্রকাশে অনিচ্ছুক এক হেভিওয়েট তৃণমূল নেতার কাছে অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম করতে, উত্তর আসে ‘তিনি কে?’

কংগ্রেসের টিকিটে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে দু’বার সাংসদ হয়েছিলেন অভিজিৎ। তার আগে হয়েছিলেন বীরভূমের নলহাটির বিধায়ক। উনিশের লোকসভা ভোটে হারের পর থেকেই তিনি কার্যত ভ্যানিস হয়ে গিয়েছিলেন রাজনীতির ময়দান থেকে! অধুনা তাঁর আর দেখা নেই। ২০২১ সালের জুলাই মাসে তিনি তৃণমূলে যোগ দেন। তারপর থেকে সভা, সমাবেশ, প্রচার, মিটিং, মিছিল কোথাও তাঁর দেখা মেলেনি। সদ্য একটি লোকসভা ভোট শেষ হল। সুদীর্ঘ ভোট পর্বে একটি দিনের জন্যেও তাঁকে কোথাও দেখা যায়নি। তবে কি তৃণমূলের মঞ্চে তাঁর ঠাঁই হয় না? জোড়াফুল শিবির কি প্রাক্তন রাষ্ট্রপতির পুত্রকে ভুলেই গেল?

সম্প্রতি শোনা যাচ্ছে কংগ্রেসে ফিরতে পারেন অভিজিৎ। ঘরে ফিরলে রাজনীতিতেও কি Comeback হবে? উত্তরের অপেক্ষায় রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen