‘পার্টিতে নতুন এসেছেন, বিজেপির সংস্কৃতির সঙ্গে এখনও পুরোপুরি অবগত নন’, বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধানের আক্রমণের মুখে শুভেন্দু
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোগান ‘সব কা সাথ, সব কা বিকাশে’র বিরোধিতা করে দলের মধ্যেই সমালোচিত হচ্ছেন শুভেন্দু অধিকারী। দলের সংখালঘু মোর্চা তুলে দেওয়া উচিত বলে তাঁর করা মন্তব্য আগুনে আরও ঘি ঢেলেছে। বিরোধী দলনেতার এই মন্তব্যাকে দল অনুমোদন করে না বলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই বলেছেন। এর আঁচ গিয়ে পড়েছে জাতীয় রাজনীতিতেও।
এবার দলের সংখ্যালঘু সেলের কড়া আক্রমণের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জমাল সিদ্দীকির কথায়, ‘শুভেন্দু অধিকারীর কথা শুনে বোঝা যায়, মাটির সঙ্গে ওঁর কোনও সম্পর্ক নেই।’ জমাল আরও বলেন, ‘আসলে উনি পার্টিতে নতুন এসেছেন। বিজেপির সংস্কৃতির সঙ্গে এখনও পুরোপুরি অবগত নন।’
সংখ্যারলঘু মোর্চা তুলে দেওয়া নিয়ে এবং সংখ্যািলঘুদের পাশে না থাকার যে বার্তা শুভেন্দু দিয়েছেন তার তীব্র বিরোধিতা করেছেন রাজ্য বিজেপির সংখ্যা লঘু মোর্চার প্রাক্তন রাজ্যশ সহ-সভাপতি সামসুর রহমানও। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে নালিশ জানিয়েছেন সামসুর। সব মিলিয়ে সংখ্যালঘু মন্তব্যে দলের অন্দরেই চাপে শুভেন্দু।