তিন কুইন্ট্যাল ল্যাংচা পুঁতে ফেলা হল মাটিতে! কেন এমন কান্ড?

তিন কুইন্ট্যালেরও বেশি ল্যাংচা নষ্ট করা হল। খবর মিলেছে, ল্যাংচায় ছত্রাকের উপস্থিতি পাওয়া গিয়েছে।

July 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমাধিস্থ করা হল তিন কুইন্ট্যাল ল্যাংচা। জানা যাচ্ছে, ছাতা পড়ে সাদা হয়ে গিয়েছিল ভেজে রাখা ল্যাংচা। তা-ই গরম রসে ডুবিয়ে বিক্রি করে দেওয়া হত। খবর পাওয়া মাত্রই শক্তিগড়ের ল্যাংচা হাবে অভিযান চালিয়ে, বহুদিন আগে ভেজে রাখা ল্যাংচা বাজেয়াপ্ত করে মাটিতে পুঁতে দেয় প্রশাসন। তিন কুইন্ট্যালেরও বেশি ল্যাংচা নষ্ট করা হল। খবর মিলেছে, ল্যাংচায় ছত্রাকের উপস্থিতি পাওয়া গিয়েছে। কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের শনিবার অভিযান চালায় জেলা স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা দপ্তর। ব্যবসায়ীদের বাড়ির গোডাউন বস্তা বস্তা ভাজা ল্যাংচা পাওয়া গিয়েছে। যা দেখে চোখ কপালে উঠেছে অভিযানে অংশ নেওয়া প্রশাসনিক আধিকারিকদের। অভিযানে ছিলেন জেলা স্বাস্থ্য দফতর, খাদ্য বিভাগ, ক্রেতা সুরক্ষা বিভাগ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। খাদ্য সুরক্ষা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছেন বলে জানান জেলা উপ স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen