দেশ বিভাগে ফিরে যান

কর্ণাটকের তথ্যপ্রযুক্তি কর্মীদের দৈনিক ১৪ ঘণ্টা কাজের ফরমান? তুঙ্গে বিতর্ক

July 22, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: ET Travel World

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কর্ণাটক সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনছেন রাজ্যের তথ্যপ্রযুক্তি কর্মীদের সংগঠন। তাঁদের বক্তব্য, কর্ণাটকের তথ্যপ্রযুক্তি কর্মীদের দৈনিক কাজের সময়সীমা বাড়িয়ে ১৪ ঘণ্টা করতে চাইছে কংগ্রেস সরকার। শ্রমদপ্তর আয়োজিত এক বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। কর্ণাটক শপস অ্যান্ড কমার্শিয়াল এসটেবলিস্টমেন্ট অ্যাক্টও সংশোধনের পরিকল্পনা করছে সে রাজ্যের সরকার।

কর্ণাটকের তথ্যপ্রযুক্তি কর্মী সংগঠনের এহেন দাবিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এমন আশঙ্কা সত্যি হলে, বেঙ্গালুরুর কর্মসংস্কৃতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মত তথ্যপ্রযুক্তি কর্মী সংগঠনের। কারণ প্রস্তাব বাস্তবায়িত হলে সপ্তাহে পাঁচদিনের হিসাবে ৭০ ঘণ্টা কাজ করতে হবে। সিদ্ধারামাইয়া সরকার কার্যত কুলুপ এঁটেছে।

কেআইটিইউর অভিযোগ, তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে তিনটি শিফ্টে কাজ হয়। রাজ্য সরকারের নয়া পরিকল্পনা বাস্তবায়িত হলে, একটি শিফ্টে কাজ বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে বেশ কিছু মানুষ কাজ হারাবেন। এখন ওভারটাইম ধরে দৈনিক সর্বোচ্চ ১০ ঘণ্টা কাজ করানো যায়। নয়া সংশোধনী বাস্তবায়িত হলে এই সময়সীমা উঠে যাবে। কেআইটিইউ সম্ভাব্য সংশোধনীকে শ্রমজীবী মানুষের স্বার্থের উপর বর্তমান সময়ের সবচেয়ে বড় আঘাত বলে হিসাবে করেছে। সংগঠন জানিয়েছে, তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরতদের ৪৫ শতাংশ মানসিক সমস্যায় ভুগছেন। ৫৫ শতাংশের শরীরে নানা ব্যাধি দেখা দিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Karnataka govt, #Karnataka, #IT HUB

আরো দেখুন