জেলবদ্ধ কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি ঘটছে, প্রতিবাদে ৩০ জুলাই INDIA জোটের সমাবেশ দিল্লিতে

বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া ৩০ জুলাই দিল্লির যন্তর মন্তরে একটি সমাবেশ করবে, বৃহস্পতিবার আম আদমি পার্টির (AAP) পক্ষ থেকে জানানো হয়েছে।

July 25, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
অরবিন্দ কেজরিওয়াল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তিহার জেলে কারারুদ্ধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ক্রমবর্ধমান স্বাস্থ্যের বিষয়টি উত্থাপন করতে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া ৩০ জুলাই দিল্লির যন্তর মন্তরে একটি সমাবেশ করবে, বৃহস্পতিবার আম আদমি পার্টির (AAP) পক্ষ থেকে জানানো হয়েছে।

আম আদমি পার্টি বিজেপির বিরুদ্ধে কেজরিওয়ালকে জেলে “হত্যার ষড়যন্ত্র” করার অভিযোগ এনেছে এবং তার মেডিকেল রিপোর্টের উদ্ধৃতি করে বলেছে যে তার ব্লাড সুগারের মাত্রা ৩ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে ২৬ বার কমেছে।

AAP, যার কি না INDIA জোটের অন্যতম শরিক, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার বিরুদ্ধে কেজরিওয়ালের জীবন নিয়ে খেলার অভিযোগ এনেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen