শ্রাবণ পড়তেই মহিলাদের সবুজ চুড়ি পরার হিড়িক! ‘ট্রেন্ড’-র কারণ ঘিরে জোর চর্চা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শ্রাবণ পড়তেই সবুজ চুড়ি পরার ধুম পড়েছে। বাংলার নানান জায়গাজুড়ে হিড়িক পড়েছে। দাবি করা হচ্ছে, মহাদেবকে তুষ্ট করতে, পাশাপাশি সৌভাগ্য লাভের আশায় কিশোরী থেকে মহিলারা সব্বাই চুড়ি পরছেন। সবুজ টিপ, নেল-পলিস ও বস্ত্র-সহ সবুজ বর্ণের নানান অলঙ্কারে নিজেদের মুড়ে ফেলছেন সকলে। সবুজ চুড়ি ও জামাকাপড় পরা ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ছে। মনিহারির দোকান-সহ জামাকাপড়ের দোকানে ভিড় বাড়ছে ক্রেতাদের।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মহাদেব শিবের জন্মমাস হিসেবে শ্রাবণকে উৎসর্গ করা হয়েছে। পুরাণ মতে সৃষ্টিকে রক্ষা করতে সমুদ্র মন্থনে বিষ পান করেছিলেন মহাদেব। বিষের রঙ ছিল গাঢ় সবুজ। শ্রাবণ মাস অত্যন্ত শুভ, এই সময় মহাদেব শিবের আরাধনা ও উপাসনা করেন ভক্তরা। স্বামী, সংসারের মঙ্গল কামনায় সবুজ রংয়ের পোশাক, অলংকার ধারণ করেন মহিলারা। চলতি বছরে শ্রাবণে সবুজ চুড়ি ও সবুজ বর্ণের পোশাক পরার করার দৃশ্য চোখে পড়ার মত। সবুজ চুড়ি পরা রীতিমতো ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে এবার।
ভক্তদের বক্তব্য, শিবকে সন্তুষ্ট করতে এবং সৌভাগ্যবতী হতে সবুজ চুড়ি পরছেন তাঁরা। চুড়ি ছাড়াও সবুজ টিপ, নেল-পালিস ও সুবজ রঙের শাড়ি-সহ নানান পোশাক পরছেন এ মাসে।