অলিম্পিক্স ২০২৪- এ কোন খেলোয়াড়দের উপর পদক জয়ের আশা রাখছে ভারতীয় ক্রীড়াবিদরা?

আজ থেকে শুরু প্যারিস অলিম্পিক্স।

July 26, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ থেকে শুরু প্যারিস অলিম্পিক্স। ক্রীড়া মহল মনে করছে এইবারের অলিম্পিক্স প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা দুই অঙ্কতে পৌঁছবে। আসুন দেখে নেওয়া যাক কোন কোন ভারতীয় খেলোয়াড়দের উপর পদক আনার আশা রাখছে ক্রীড়ামহল।

১) নীরজ চোপড়া (জ্যাভলিন)

২) পিভি সিন্ধু (ব্যাডমিন্টন)

৩) সাত্বিক-চিরাগ জুটি (ব্যাডমিন্টন)

৪) লক্ষ্য সেন (ব্যাডমিন্টন)

৫) নিখাত জারিন (বক্সিং)

৬) মীরা বাই চানু (ভারোত্তোলন)

৭) অন্তিম পাংহাল (কুস্তিগীর)

৮) ভারতীয় পুরুষ হকি দল

৯) পুরুষদের দলগত তীরন্দাজ

প্যারিস অলিম্পিকে ভারতীয় তীরন্দাজ তরুণদীপ রাই এবং প্রবীণ যাদব, ছবি সৌজন্যে: GETTY
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন