বিল অনুমোদনে অনীহা, রাজ্যপালকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের দপ্তরকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।

July 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
সুপ্রিম কোর্ট , রাজ্যপাল সিভি আনন্দ বোস

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের দপ্তরকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল অনুমোদনে অনীহা, দেরি করা এবং পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানোর অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলায় এ বার রাজভবনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। নোটিস জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জন্যও।


রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। সংবিধানের রক্ষাকবচ রয়েছে তাঁর কাছে। সেই কারণে সরাসরি তাঁর বিরুদ্ধে মামলা করেনি রাজ্য। মামলাটি করা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিবের বিরুদ্ধে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। যদিও মৌখিক ভাবে রাজ্যপালকেই নোটিস দেওয়ার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন