কলকাতা বিভাগে ফিরে যান

দুগ্গাপুজোয় কলেজ স্কোয়ারের ঝিলে খেলবে আলোর রোশনাই, আলোকসজ্জার বাজেট কত?

July 27, 2024 | < 1 min read

কলেজ স্কোয়ার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার আলোর খেলায় মাতাতে চলেছে কলেজ স্কোয়ার। আলোর জন্য কলেজ স্কোয়ার দুর্গাপুজা কমিটি এবার খরচ করতে চলেছে ৩৫ লক্ষ টাকা। রাস্তার আলো, আশপাশের সুউচ্চ বাড়িগুলি থেকে আলোর উজ্জ্বল ঝর্ণাধারা, যাতায়াতের পথের আলোর কারুকার্য তো থাকছেই। আলোর রোশনাইয়ের ঢেউ খেলবে কলেজ স্কোয়ারের ঝিলে।সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসকে তুলে ধরতে চলেছে কলেজ স্কোয়ার।

কলেজ স্কোয়ারের দুর্গাপুজো কলকাতার প্রথম সারির পুজোগুলোর মধ্যে একটি। গোটা রাজ্যের প্রত্যেক প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও মানুষ আসে এখানে। শিয়ালদহ কাছে হওয়ায় যাতায়াতের সুবিধা হয়। চতুর্থী থেকেই ভিড় জমে কলেজ স্কোয়ার প্রাঙ্গণে। আলোর ঝলকানির রেকর্ড ভাঙতে চলেছে এবার। মণ্ডপ সংলগ্ন মূল অংশের আলোর জন্য পুজো কমিটি ব্যয় করছে ৩৫ লক্ষ টাকা।

মুম্বই থেকে আসা আলোক ব্যবস্থাপনার বিশেষজ্ঞ দল সাজিয়ে তুলবে পুজো-প্রাঙ্গণ। জলের উপর আলোর খেল দেখবে দর্শক। দুর্গার আবির্ভাবের কাহিনিও ধরা পড়বে। ৭৭তম বছরের পুজোয় এটাই কলেজ স্কোয়ারের মেগা চমক। পুজোর কর্মকর্তাদের আশা, এমন আলোর কারুকার্য কলকাতা তথা বাংলার আর কোনও পুজো কমিটির প্রাঙ্গণে দেখা মিলবে না। আয়োজকদের বক্তব্য, এবারের পুজো প্রাঙ্গণে যাঁরা আসবেন, তাঁরা মোবাইল ক্যামেরায় সারা জীবনের মতো ছবি তুলে রাখবেন। পুজো কমিটি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রতিমা শিল্পী সনাতন রুদ্র পালকে বিশেষভাবে সংবর্ধনা দেবে এ’বছর। এছাড়াও বাংলার দুই প্রবীণ রাজনীতিবিদ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও সংবর্ধনা দেবে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #durga puja, #College Square, #Durga Puja 2024

আরো দেখুন