আজ ডুরান্ড অভিযানে মাঠে নামছে সবুজ-মেরুন ব্রিগেড

কলকাতা লিগের প্রভাব ডুরান্ড কাপে পড়বে না বলে জানিয়ে দিয়েছেন বাস্তব রায়।

July 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
আজ ডুরান্ড অভিযানে মাঠে নামছে সবুজ-মেরুণ ব্রিগেড। ছবি সৌজন্যে: ISL

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডুরান্ড কাপে আজ শনিবার অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। সবুজ-মেরুন তাঁবু জুড়ে আলোর মায়াজাল। লাউড স্পিকারে গমগমিয়ে বাজছে, ‘চিরকাল রেলায় আছে, থাকবে মোহন বাগান’। টিকিট বিক্রির লাইনেও প্রবল উৎসাহ।

যুবভারতী স্টেডিয়ামে আজ মোহনবাগানের প্রতিপক্ষ ডাউনটাউন হিরোজ়‌। কাশ্মীরের ক্লাবের বিরুদ্ধে সতর্ক মোহনবাগান। আরও বেশি সাবধানি, কারণ কলকাতা লিগে এ বছর তাদের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। তবে কলকাতা লিগের প্রভাব ডুরান্ড কাপে পড়বে না বলে জানিয়ে দিয়েছেন বাস্তব রায়। মূল দলের সহকারী কোচ হলেও ডুরান্ডে তাঁর অধীনেই খেলবে মোহনবাগান।

ডুরান্ড কাপেও মোহনবাগানের ভরসা দলের রিজার্ভ ফুটবলাররা। যাঁরা কলকাতা লিগে খেলেও ব্যর্থ। বিদেশিদের মধ্যে পাচ্ছেন একমাত্র টম আলফ্রেডকে। বাকি সিনিয়রদের মধ্যে থাকবেন আশিস রাই, সুমিত রাঠি ও গ্লেন মার্টিন্স। না হলে সুহেল ভাটদের নিয়ে প্রথম কয়েকটি ম্যাচে পরীক্ষা কোচ বাস্তবের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen