খেলা বিভাগে ফিরে যান

গৌতম-সূর্য যুগলবন্দিতে আজ শ্রীলঙ্কায় নতুন ইনিংস শুরু করতে চলেছে ‘টিম ইন্ডিয়া’

July 27, 2024 | 2 min read

আজ শ্রীলঙ্কায় নতুন ইনিংস শুরু করতে চলেছে ‘টিম ইন্ডিয়া’। ছবি সৌজন্যে: ANI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে টিম ইন্ডিয়ার দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়। আজ থেকে শ্রীলঙ্কায় নতুন ইনিংস শুরু হচ্ছে নব্য কোচ গৌতম গম্ভীরের। তার আগে গৌতম গম্ভীরকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’।

বিসিসিআই-এর পোস্ট করা এক ভিডিওয় কোচের ব্যাটন দ্রাবিড় যেন নিজেই তুলে দিলেন গম্ভীরের হাতে। সেই ভিডিও পোস্টে রাহুল দ্রাবিড় বলেছেন, ”হ্যালো গৌতম, ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ কাজে স্বাগতম। ভারতীয় দলের সঙ্গে কাজ শেষ করেছি তিন সপ্তাহ হয়ে গেল। বার্বাডোজ এবং তার দিনকয়েক পরে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যা ঘটে তা আমার স্বপ্নের অতীত ছিল। অন্যান্য সব কিছুর চেয়ে স্কোয়াডের সঙ্গে বন্ধুত্ব এবং স্মৃতি চিরকাল মনে থাকবে। তুমি জাতীয় দলের কোচ হয়েছ। তোমাকে শুভেচ্ছা জানাই। আমি আশা রাখি, তিনটি ফরম্যাটেই তোমার হাতে ফিট ক্রিকেটার থাকবে। আশা রাখি ভাগ্য তোমার সহায় হবে। আমরা কোচরা সামান্য ভাগ্যের সহায়তা চাই।”

অন্যদিকে ঝড় সামলে মাথা তুলে দাঁড়ানো অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে হার্দিক পান্ডিয়ার। বার বার হোঁচট খাচ্ছেন। থমকে দাঁড়াচ্ছেন। তবুও হাল ছাড়ছেন না। টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর অনেকেই ভেবেছিলেন, এবার তাঁর ভাগ্যের চাকা হয়তো ঘুরবে। কিন্তু নিয়তি পিছু ছাড়েনি। বিবাহ বিচ্ছেদ, টি-২০ অধিনায়ক হওয়ার সুযোগ হারানো— একের পর এক ঝড় বয়ে গিয়েছে গত কয়েক দিনে। সবকিছুই হাসি মুখে মেনে নিয়েছেন হার্দিক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। তা ধরা পড়ল টিম ইন্ডিয়ার অনুশীলনেও। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তখন সতীর্থদের কিছু বলছিলেন। আচমকাই হাসির রোল ওঠে। সামনে দাঁড়িয়ে থাকা হার্দিক জড়িয়ে ধরেন ‘স্কাই’কে, যা দেখে মুচকি হাসতে দেখা যায় কোচ গম্ভীরকেও। মনে মনে তিনি তো এটাই ছাইছেন।

দলগত সংহতির জোরেই ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া তাঁর লক্ষ্য। সেই যাত্রা শুরু হচ্ছে শ্রীলঙ্কা সফর দিয়ে। দ্বীপরাষ্ট্রে টি-২০ এবং ওয়ান ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ২০ ওভারের প্রথম ম্যাচ শনিবার পাল্লেকেলেতে। দুই শিবিরই চনমনে। ঘরের মাঠে ভারতকে চ্যালেঞ্জ জানাতে তৈরি লঙ্কা বাহিনী। যদিও সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের পাল্লাই ভারী। অধিনায়ক হিসেবে সূর্যকুমার এই সফরকে স্মরণীয় করে রাখতে চান। তিনি বলেছেন, ‘একই ট্রেন। শুধু ইঞ্জিনটাই বদলেছে। একসঙ্গে আমরা অনেক দিন ধরে খেলছি। বোঝাপড়া খুবই ভালো। কাঁধে কাঁধ মিলিয়ে দলকে আরও সাফল্য এনে দেওয়াই লক্ষ্য।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Team India, #India vs Sri Lanka, #T20 cricket

আরো দেখুন