মালদার ব্যাঙ্ক ডাকাতির মাস্টারমাইন্ড ছিলেন BJP নেতা?

মালদা জেলার গাজোল থানার রানিগঞ্জ এলাকায় কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পরিচালিত মিনি ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটেছিল।

July 27, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi
মালদার ব্যাঙ্ক ডাকাতির মাস্টারমাইন্ড ছিলেন BJP নেতা?। গ্রাফিক্স: মোঃ রবিউল ইসলাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত বুধবার মালদার কৃষ্ণপুরের দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় ব্যাঙ্কের ক্যাশিয়ারকে গুলি করেছিল দুস্কৃতিরা। আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতরা সমবায় ব্যাঙ্ক লুট করতে ঢোকে। পুলিশ পৌঁছলে দুপক্ষের মধ্যে গুলির লড়াই হয়। তাতে গুলি লাগে ২ দুষ্কৃতীর। এরমধ্যে একজনের পায়ে এবং অন্যজনের কোমরে গুলি লাগে।

ডাকাতির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তৎপর পুলিশ ৪ জনকে গ্রেফতার করে ফেলে। এর মধ্যে ছিল সমীর মণ্ডল, যাকে বলা হচ্ছে এই ব্যাঙ্ক ডাকাতির মাস্টারমাইন্ড। কে এই সমীর মণ্ডল, যাকে নিয়ে মালদার রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে?

জানা গিয়েছে, গাজোলের বাসিন্দা সমীর, যার বাড়ি কৃষ্ণপুরের সমবায় ব্যাঙ্ক থেকে কিছুটা দূরেই, এক সময় নাকি একজন বিজেপি নেতা ছিল। গত পঞ্চায়েত ভোটে বিজেপির প্রতীকে সমীর ভোটে লড়েছিল। সমীরের বাবা রতন মণ্ডল জানিয়েছেন, তাঁর ছেলে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে রানিগঞ্জ -২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির হয়ে লড়েছিল। তবে জয়ী হতে পারেনি।

পরিবারের দাবি, ভোটে হেরে যাওয়ার পরেই বিভিন্ন মামলায় বিভিন্ন সময়ে সমীরকে গ্রেফতার করা হয়েছে। চুরি, ছিনতাই বা ডাকাতির মামলায় আগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পায় সমীর।

প্রসঙ্গত, মালদা জেলার গাজোল থানার রানিগঞ্জ এলাকায় কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পরিচালিত মিনি ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটেছিল। বুধবার দুপুরে কয়েকজনের দুষ্কৃতীদল সেখানে ঢুকে পড়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতি চালায়। তখন ব্যাঙ্কের অ্যালার্ম বেজে উঠলে এক ব্যাঙ্ককর্মীকে গুলি করা হয়। ঘটনাকে কেন্দ্রে করে শোরগোল পড়ে যায়।

এদিকে, এই ঘটনায় খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। এরপর পুলিশ আসতেই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তখন দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে পুলিশ। দুপক্ষের মধ্যে চলে গুলির লড়াই। এরফলে গুলিবিদ্ধ হয় দুই দুষ্কৃতী। তার মধ্যে একজন হল সমীর মণ্ডল। পুলিশ জানিয়েছে, সেই হল এই ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ড। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে সমীর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen