রাজ্য বিভাগে ফিরে যান

কালনায় শুরু হচ্ছে ২৫০ বছরের ঐতিহ্যবাহী মহিষমর্দিনী মাতার পুজো, তৎপর প্রশাসন

July 27, 2024 | < 1 min read

কালনায় শুরু হচ্ছে ২৫০ বছরের ঐতিহ্যবাহী মহিষমর্দিনী মাতার পুজো

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কালনা শহরের ঐতিহ্যবাহী মহিষমর্দিনী মাতার পুজো ২৫০ বছরের প্রাচীন। লক্ষাধিক ভক্ত সমাগম হয় চারদিন ধরে চলা এই পুজোয়।

এবছর এই ঐতিহ্যবাহী পুজো ১১ আগস্ট থেকে শুরু হবে। চারদিন ধরে এই পুজো চলবে। শুক্রবার কালনা মহকুমা শাসকের কার্যালয়ে এনিয়ে প্রশাসনিক বৈঠক হয়। সেখানে মহকুমা শাসক শুভম আগরওয়াল, কালনার এসডিপিও রাকেশ চৌধুরী, পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল, পুজো কমিটির যুগ্ম সম্পাদক অমরজ্যোতি কুণ্ডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রাচীন রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে পুজোপাঠ, কাঠের পুতুল নাচ, যাত্রাপালা ও কয়েক হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিলি করা হয়। লাখ লাখ মানুষ বিশাল এলাকাজুড়ে বসা মেলায় আসেন। চারদিক আলোয় সেজে ওঠে। স্থায়ী মন্দির চত্বরে ৪০ ফুট লোহার নহবৎখানা রয়েছে।

পুজোর সময় মানুষের নিরাপত্তার সমস্ত দিক নিয়ে আলোচনায় হয় প্রশাসনিক বৈঠকে। জানা যাচ্ছে, নদী-তীরবর্তী হওয়ায় ফেরিঘাট ও নদীবক্ষে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। স্পিডবোট রাখা হবে। পুজো কমিটির তরফে মন্দিরতলা সহ মেলার বিভিন্ন প্রান্তে ৩২টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। নিরাপত্তার জন্য প্রচুর পুলিস মোতায়েন থাকবে। এছাড়াও থাকছে বিশেষ স্বাস্থ্যশিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kalna, #Mahishamardini Mata, #Mahishamardini Mata Pujo

আরো দেখুন