রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের নারীদের ক্ষমতায়ণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত খরচ ৩৯ হাজার ৮১৭ কোটি টাকা

July 27, 2024 | < 1 min read

রাজ্যের নারীদের ক্ষমতায়ণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত খরচ ৩৯ হাজার ৮১৭ কোটি টাকা। ছবি সৌজন্যে: TV9

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের বিধানসভার অধিবেশনে শুক্রবার প্রশ্নোত্তর পর্বে নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা এই কথা জানিয়েছেন ২০২১ সালে চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত লক্ষীর ভান্ডার প্রকল্পে ৩৯ হাজার ৮১৭ কোটি টাকা খরচ করা হয়েছে। প্রকল্পের সুবিধাপ্রাপক মহিলার সংখ্যা বেড়ে এখন হয়েছে ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৪৭৫।

প্রসঙ্গত, বিজেপি পরিচালিত কয়েকটি রাজ্য সরকারও পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ আদলে প্রকল্প চালু করছে।

এদিন একাধিক বিধায়ক ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে বিধানসভায় অতিরিক্ত প্রশ্ন করলেও মহিলাদের মধ্যে জনপ্রিয় প্রকল্পটি নিয়ে কোনও মহিলা বিধায়ক কেন প্রশ্ন কেন করলেন না, প্রশ্ন তোলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাজেটে মহিলা ও শিশুদের জন্য আর্থিক বরাদ্দ কতটা কমিয়ে দেওয়া হয়েছে, সেই পরিসংখ্যান তুলে পাল্টা আক্রমণ শানান নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী।

মন্ত্রী বিধানসভায় জানান, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাপ্রাপকের সংখ্যা বাড়ছে। তবে, মোট আবেদন থেকে ১১ লক্ষ মতো আবেদন বাতিল হয়েছে। ২৫ বছর বয়স না হওয়া, নিজের নামে সিঙ্গল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকা, একাধিকবার আবেদন প্রভৃতি কারণে আবেদনগুলি বাতিল করতে হয়েছে। ৬০ বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাপ্রাপক বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পকে জন্ম-মৃত্যুর সরকারি পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে, ফলে প্রাপকের মৃত্যু হলেই তাঁর টাকা পাঠানো বন্ধ হয়ে যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Women empowerment, #Lakshmir Bhandar, #Lakshmir Bhandar Scheme

আরো দেখুন