দাম বাড়ছে বিয়ার ও দেশে তৈরি বিদেশি মদের, কবে থেকে কার্যকর নয়া দর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে দাম বাড়তে চলেছে বিয়ার ও দেশে তৈরি বিদেশি মদের। জানা যাচ্ছে, আসন্ন আগস্ট থেকে নয়া দাম কার্যকরী হবে। অতিরিক্ত আবগারি শুল্ক বৃদ্ধি এবং নতুন করে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট ডাকার জেরেই দাম বাড়ছে বলে মনে করা হচ্ছে। প্রতি দেড় থেকে দু’বছর পর দরপত্র ডাকা হয়।
বিয়ারের ক্ষেত্রে লিটার পিছু ন্যূনতম ২০ টাকা করে শুল্ক বৃদ্ধি করা হচ্ছে। দেশে তৈরি দামি বিদেশী মদের ক্ষেত্রে শুল্ক বাড়ছে ৩০ টাকা করে। কম দামি বিদেশি মদের ক্ষেত্রে বৃদ্ধির হার ২০ টাকা প্রতি লিটার। ইন্ডিয়ান মেড লিকারের দামও কোনও কোনও ক্ষেত্রে পাঁচ টাকা বাড়ার সম্ভাবনা থাকছে বলে জানা যাচ্ছে।
এতে রাজ্যের আবগারি শুল্ক বৃদ্ধি পাবে। ২০২৩-২৪ অর্থবর্ষে যার পরিমাণ ছিল ১৭ হাজার ৯৩৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম পাঁচ মাসে রাজ্যের আবগারি শুল্ক পাঁচ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। আবগারি শুল্ক বৃদ্ধি হওয়ার জেরে চলতি অর্থবর্ষে তা থেকে রাজস্ব আদায় ২০ হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। বিদেশ থেকে আমদানি করা মদের ক্ষেত্রে দরে কোনও বদল হচ্ছে না।