রাজ্য বিভাগে ফিরে যান

বাংলাকে ছাড়াই গঙ্গা-তিস্তা জলবণ্টন চুক্তি কার্যকরের চেষ্টা কেন্দ্রের, বিধানসভায় প্রস্তাব আনবে তৃণমূল?

July 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাকে এড়িয়েই গঙ্গা-তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে এগোচ্ছে মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। রাজ্যের সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই চুক্তি কার্যকর করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র, অভিযোগ রাজ্যের। কেন্দ্রের প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব এনে আলোচনা করতে চায় তৃণমূল পরিষদীয় দল। সূত্রে খবর, চলতি বিধানসভা অধিবেশনে প্রস্তাব আনা হবে।

আগামী সপ্তাহে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বিধানসভার কার্যবিবরণী কমিটির বৈঠক হবে। বিধানসভায় কী বিষয় নিয়ে আলোচনা হবে, তা স্থির হবে বৈঠকে। মনে করা হচ্ছে, গঙ্গা-তিস্তা জলবণ্টন চুক্তি-সহ বাংলার নদী সংস্কার, জল বিভাজন, বন্যা নিয়ন্ত্রণ নিয়ে বঞ্চনার অভিযোগ এনে প্রস্তাব আনা হবে। বর্তমান কেন্দ্রীয় সরকার বাংলার মতামতকে উপেক্ষা করে নিজেদের মতো করে এগোতে চাইছে বলে অভিযোগ রাজ্যের শাসক দলের। বিধানসভায় প্রস্তাব এনে কেন্দ্র সরকারকে বার্তা পাঠাতে চাইছে রাজ্যের ক্ষমতাসীন দল।

জলচুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল বাংলাদেশ যেতে পারে। বাংলাদেশ সরকার সবুজ সঙ্কেত দিলেই আলোচনার জন্য তাদের পাঠানো হবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে কেন্দ্রীয় সরকার কোনও আলোচনা করেনি বলেই খবর। রাজ্যকে উপেক্ষা করে কেন্দ্রের একতরফা নীতি মানতে নারাজ রাজ্য। বিধানসভায় প্রস্তাব এনে কেন্দ্রকে বার্তা দিতে চায় তৃণমূল পরিষদীয় দল। এই চুক্তিকে কেন্দ্র করে ফের কেন্দ্র-রাজ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Teesta, #Nda govt, #Ganga Teesta agreement, #Water agreement, #West Bengal, #Bangladesh, #Ganga

আরো দেখুন