Paris Olympics 2024: হকিতে আর্জেন্টিনার সঙ্গে ড্র করল ভারত

ম্যাচে প্রচুর পেনাল্টি কর্নারের সুযোগ নষ্ট এবং রক্ষণাত্মক মানসিকতা চিন্তায় রাখতে পারেনি। আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন লুকাস মার্তিনেস

July 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অলিম্পিকে শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনার সঙ্গে ড্র করল ভারতীয় হকি দল। ২০১৬ অলিম্পিক্সের সোনাজয়ীদের বিরুদ্ধে ম্যাচের বেশির ভাগ সময়ে পিছিয়ে থাকার পর গোল শোধ করেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ।

ম্যাচে প্রচুর পেনাল্টি কর্নারের সুযোগ নষ্ট এবং রক্ষণাত্মক মানসিকতা চিন্তায় রাখতে পারেনি। আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন লুকাস মার্তিনেস। শোধ করেন হরমনপ্রীত। প্রথম কোয়ার্টারের শুরুর দিকেই একটি পেনাল্টি কর্নার পেয়েছিল ভারত। সেটি কাজে লাগাতে পারেনি। সেই মুহূর্তে হরমনপ্রীত সিংহ সবুজ কার্ড দেখে বাইরে গিয়েছিলেন। একেবারেই খুশি হতে পারেননি সিদ্ধান্তে। সেই পেনাল্টি কর্নার নষ্ট করেন সন্দীপ। প্রথম কোয়ার্টারের শেষের দিকে আর্জেন্টিনাও একটি পেনাল্টি কর্নার পেয়েছিল। তারাও সুযোগ নষ্ট করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen