পিছিয়ে থেকেও ৩-১-এ জয়, ডুরান্ডে দুরন্ত শুরু লাল হলুদের
প্রথমার্ধের ১৯ মিনিটে এয়ারফোর্সের নাওরেম গোল করে এগিয়ে দেন দলকে।
July 29, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডুরান্ডে জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গল।
প্রথমার্ধের ১৯ মিনিটে এয়ারফোর্সের নাওরেম গোল করে এগিয়ে দেন দলকে। বিরতির ঠিক আগে মাদিহ তালালের দুর্দান্ত পাস থেকে ডেভিড সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে দিমিত্রিয়স দুর্দান্ত হেডে ২-১ করেন। ৬৭ মিনিটে ইস্টবেঙ্গলের ক্রেসপো তৃতীয় গোলটি করে ৩-১ করে দেয়।