শুভেন্দু-সুকান্তদের শিক্ষা দিতে দিলীপকে বড় দায়িত্ব দিচ্ছে BJP?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনে হারার পর থেকে বিস্ফোরক দিলীপ ঘোষ, একের পর এক তোপ দেগেছেন বেসুরো দিলীপ। এমনকি রাজনীতি ছাড়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি! সাফ জানিয়েছিলেন, দল দায়িত্ব না-দিলে রাজনীতিকে বিদায় জানাবেন। শোনা যাচ্ছে, দিলীপকে বিজেপির তরফ থেকে কোনও বড় ‘কাজ’ দেওয়া হয়েছে। হয়তো সদ্যই তাঁকে কোনও পদও দেওয়া হতে পারে।
প্রাক্তন রাজ্য সভাপতি এখন ফের দলীয় কর্মসূচিতে ডাক পাচ্ছেন এবং যোগ দিচ্ছেন। খুশি দিলীপ অনুগামীরা। পদে ফিরতে চলেছেন দিলীপ, দিলীপ গোষ্ঠীর আশা এমনই। যদিও এই নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে কোন পদ দেওয়া হতে পারে সেই নিয়ে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।
চলতি মাসে রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ। প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে মঞ্চে বসার সুযোগ পান। তাঁর নাম ঘোষণা হতেই হাততালি শুরু হয়, দিলীপের নাম নিয়ে শুরু হয় স্লোগান। মঞ্চ থেকে নামতেই তাঁর সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়।
লোকসভা নির্বাচনে দলের হয়ে ‘বিস্তারক’-র কাজ করেছিলেন, এমন প্রায় ১৫০ জন কর্মীকে সম্বর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানেও প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন দিলীপ। রাজ্য কর্মসমিতির বৈঠকের পর জেলা কর্মসমিতির বৈঠকের আয়োজন করা হয়। সেখানে যেকোনও একজন রাজ্য নেতা প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন। বিষ্ণুপুর, মথুরাপুর, মেদিনীপুর ও যাদবপুরে রাজ্য দলের তরফ থেকে প্রাক্তন রাজ্য সভাপতিকে পাঠানো হয়। বিজেপির একাংশের মতে, দিল্লির পরামর্শে সাংগঠনিক কাজে দিলীপকে বেশি করে ব্যবহার করা হচ্ছে। মনে করা হচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো তাঁকে কোনও পদ দেওয়ার কথা ভাবছে। বেসুরো দিলীপকে এখন ‘নীরব’ দেখা যাচ্ছে। দলের নির্দেশ অনুযায়ী নানান বৈঠকে গিয়ে কর্মীদের উৎসাহিত করতে দেখা যাচ্ছে তাঁকে। সুকান্ত, শুভেন্দুদের বাড়বাড়ন্ত কমাতে কি ফের দিলীপের হাতে দলের নিয়ন্ত্রণ আসতে পারে?