নিঃশব্দে উদ্বেগ বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিঃশব্দ ঘাতকের মতো উদ্বেগ ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস। এক বছরে ফুলবাগানের বি সি রায় হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে প্রায় আড়াইশোর বেশি শিশু। তার মধ্যে ১০০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাদের ভর্তি রাখতে হয় আইসিইউতে। দু’জনের মৃত্যুও হয়েছে। পার্কসার্কাস লাগোয়া বেসরকারি শিশু হাসপাতালেও প্রতি মাসে ৫-৬জন শিশু ভর্তি হচ্ছে। তাদেরকেও এনআইসিইউ এবং পিআইসিইউতে রাখতে হয়েছে।
ট্রম্বিকুলাইট মাইট নামের এক বিষাক্ত পোকা, এই রোগের কারণ। ব্যাকটেরিয়ার নাম ‘ওরিয়েন্টিয়া সুৎসুগামুসি’। পোকাটি ব্যাকটেরিয়ার বাহক। জোলো আবহাওয়ায় এদের বৃদ্ধি ঘটে। রোগটির উপসর্গ ঘিরে নির্দিষ্ট করে বলা যায় না। চিকিৎসকেরা বলেন, প্রাথমিকভাবে মেনিনজাইটিস, লিভার ফেলিওর ইত্যাদি অসুখ মনে হলেও, নিবিড় পর্যবেক্ষণে স্ক্রাব টাইফাস ধরা পড়ে।
জ্বর ছাড়াও মাথাব্যথা, কাশি, ডায়ারিয়া ইত্যাদি হয়। যা ফ্লু ও ডেঙ্গুর মতো রোগের উপসর্গের মতো। ফলে রোগ চিহ্নিত করার পক্ষে কঠিন হয়। পোকা কামড়ের জায়গাটিতে ঘা লক্ষ্য করা যায়। কয়েক বছর আগেও বাংলায় স্ক্রাব টাইফাসের উপদ্রব প্রায় ছিল না। এখন লাফিয়ে লাফিয়ে রোগ বাড়ছে।