রাজ্য বিভাগে ফিরে যান

ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান বহরমপুরের BJP নেতার, নেপথ্যে কোন পরিকল্পনা?

August 1, 2024 | < 1 min read

বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখারভ সরকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান দিলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখারভ সরকার। এহেন হুঁশিয়ারির পর রাজ্য রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তিনি বলেন, যদি তাঁরা ঠ্যাং ভাঙেন, তাহলে একটা ঠ্যাং বাংলাদেশ এবং অপর একটি ঠ্যাং পাকিস্তানে গিয়ে পড়বে।

উল্লেখ্য, বিজেপির দুই বিধায়ক যাঁরা বাংলা ভাগ চাইছেন, তাঁদের ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সেই বক্তব্যের বিরোধিতা করে বুধবার সাংবাদিক সম্মেলন করেন বহরমপুরের বিজেপি সভাপতি। নাম না-করে হুমায়ুনকে ‘হনুমান’ বলে তোপ দেগেছেন গেরুয়া নেতা। বিজেপি সভাপতি বলেন, দু’দিন ধরে দেখছি হনুমানের উৎপাত হয়েছে জেলায়। পরপর দু’দিন বড়াই করে বলছেন, বিধায়কদের নাকি ঠ্যাং ভেঙে দেবেন। তারপরও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশ, প্রশাসন আইনি ব্যবস্থা নেয় না। আইন যদি ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকে, তাহলে এবার দেখবেন বলেও হুঁশিয়ারি দেন।

শাখারভ হুঁশিয়ারির সুরে বলেন, ভারতীয় জনতা পার্টি এখনও আছে। কেন্দ্রে এখন মোঘল সাম্রাজ্য হয়নি বা মনমোহনের সাম্রাজ্য নেই! মোদী সাম্রাজ্য চলছে। সমস্ত তৃণমূল বিধায়কদের বলছি, ভারতীয় জনতা পার্টির একজন বিধায়কের ঠ্যাং ভাঙা তো দূরের কথা। একজন বিজেপি বা সনাতনী কার্যকর্তাকে যদি তৃণমূল স্পর্শ করে, তাহলে মুর্শিদাবাদ জেলায় কী পরিণতি হবে সেদিন তৃণমূল টের পাবে। সবরমতী এক্সপ্রেসের কথা মানুষ ভুলে গেলেও গোধরার কথা মানুষ মনে রেখেছে। বাড়িতে অস্ত্র রাখতে বলেন। নিজে অস্ত্র রাখেন বলেও জানান। হুমকি দিয়ে বলেন, যদি কেউ মনে করেন মুর্শিদাবাদ থেকে সনাতনীদের তুলে দিয়ে আরেকটা কাশ্মীর বানাবে, সেটা হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #Baharampur, #Sakharov Sarkar

আরো দেখুন