কলকাতা বিভাগে ফিরে যান

বেআইনি ট্যানারি উচ্ছেদ অভিযান চালাবে কলকাতা পৌর সংস্থা

August 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার হকারের পাশাপাশি, কলকাতায় বেআইনি ট্যানারি উচ্ছেদের অভিযানেও নামছে কলকাতা পৌর সংস্থার। সেই সঙ্গে, কলকাতা পৌর সংস্থায় দূষণ নিয়ন্ত্রণ নিয়েও বৈঠক করেছেন কর্তারা। কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদ (পরিবেশ বিভাগ) স্বপন সমাদ্দারের নেতৃত্বে আয়োজিত হয় এদিনের বৈঠক।

বৈঠকের পরে স্বপন সমাদ্দার জানিয়েছেন, কলকাতা পুলিশ ও রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যৌথভাবে বেআইনি ট্যানারি সমস্যা মেটানোর পথে হাঁটবে। খুব শীঘ্রই অনুসন্ধান চালাতে চলেছে তারা। তিনি জানান, বুধবার কলকাতা পুরসভার দপ্তরে এই নিয়ে পুরকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল কলকাতা পুলিশ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

১৯৯৭ সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কলকাতায় থাকা সমস্ত ট্যানারিকে শহর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ জারি হয়েছিল। সেই সময়ে নির্দেশ মতো সমস্ত ট্যানারিকে বানতলায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার পরেও দেখা যায়, যে শহরের বিভিন্ন জায়গায় এখনও অনেক বেআইনি ট্যানারি মালিক তাঁদের কাজ চালিয়ে যাচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#KMC, #Illegal Tannery, #Kolkata Municipal Corporation

আরো দেখুন