খেলা বিভাগে ফিরে যান

আজ কলম্বোতে নতুন হেড কোচের অধীনে মাঠে নামছেন রোহিত-বিরাট’রা

August 2, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে বিশ্রাম নিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে আবার ফিরেছেন রোহিত। টি-২০’তে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের পর এবার ভারতের চোখ ওডিআই সিরিজে। শুক্রবার কলম্বোতে প্রথম ম্যাচেও ছন্দ ধরে রাখাই লক্ষ্য গৌতম গম্ভীর-ব্রিগেডের। এই প্রথমবার নতুন হেড কোচ গৌতম গম্ভীরের অধীনে খেলবেন বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতের এক নম্বর তারকা ক্রিকেটার বিরাট কোহলি।

আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। মেগা আসরের মহড়া এই সিরিজ থেকেই শুরু করে দিতে চান ক্যাপ্টেন রোহিত। তবে চর্চা বেশি ওডিআই ফরম্যাটে উইকেটরক্ষকের ভূমিকায় কে থাকবেন, লোকেশ রাহুল না ঋষভ পন্থ? গত বছর এশিয়া কাপে লোকেশের হাতে কিপারের গ্লাভস তুলে দিয়েছিলেন তত্কালীন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। আস্থার মর্যাদা রাখতে ভুল হয়নি লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেনের।

এই পর্বে কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ঝলমলে পারফরম্যান্স মেলে ধরেছিলেন তিনি। ২১ ম্যাচে তাঁর সংগ্রহ ৮৩৪ রান। তবে গাড়ি দুর্ঘটনার ধাক্কা সামলে ফিরেছেন ঋষভ পন্থও। প্রত্যাবর্তনের পর টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সংক্ষিপ্ততম ফরম্যাটের সিরিজেও উজ্জ্বল দেখিয়েছে তাঁকে। বলাই বাহুল্য, এই দু’জনের মধ্যে একজনকে বেছে নেওয়া কঠিন। উভয়েই যদি প্রথম একাদশে থাকেন, সেক্ষেত্রে কোপ পড়বে শ্রেয়স আয়ারের উপর। বলার অপেক্ষা রাখে না, রীতিমতো উভয় সঙ্কটে পড়েছেন ক্যাপ্টেন-কোচ। শুক্রবার শুভমান গিলের সঙ্গে সম্ভবত ওপেন করবেন রোহিত। তিনে বিরাট কোহলি। অলরাউন্ডার হিসেবে শিবম দুবে অথবা রিয়ান পরাগকে খেলানো হতে পারে।

অন্যদিকে ভারতের কোচিংয়ে সম্পূর্ণ অন্য ঘরানা নিয়ে এসেছে বোর্ড। দ্রাবিড় অনেক বেশি শান্ত। অল্প কথার মানুষ ছিলেন। গম্ভীর তা নন। তিনি আগ্রাসী। দলের মধ্যেও সেই মানসিকতা দেখতে চান। গম্ভীরকে বাকি কোচেদের থেকে আলাদা বলেই মনে করেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, “গৌতি ভাই নিজে অনেক দিন খেলেছে। ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেটেও যুক্ত ছিল। তাই ও অন্যদের থেকে আলাদা ভাবে কোচিং করাবে, সেটাই স্বাভাবিক। প্রত্যেকের কাজ করার ধরন আলাদা। গৌতি ভাইয়ের সঙ্গে আমিও কিছু দিন খেলেছি। ও দলের কাছে কী চায় সে বিষয়ে ওর স্পষ্ট ধারণা আছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Colombo, #India, #srilanka, #one day international

আরো দেখুন