নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা ‘তরুণের স্বপ্ন’ বইটি দশম শ্রেণির পড়ুয়াদের জন্য কতটা উপযোগী?

শিক্ষক মহলের বক্তব্য, ছাত্রাবস্থায় ‘তরুণের স্বপ্ন’ পাঠের গুরুত্ব অপরিসীম।

January 23, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের পড়তেই হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা ‘তরুণের স্বপ্ন’ বইটি। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই এই বিষয়ে জানিয়ে দিয়েছে। যদিও এই বইটিকে কোনও সিলেবাস বা পরীক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। কিন্তু পড়ুয়াদের কাছে এই বইটির গুরুত্ব অপরিসীম মনে করেই তা আবশ্যিক করা হচ্ছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ইচ্ছা ছিল এই বইটি যাতে পড়ুয়ারা পড়তে পারে। গত জানুয়ারি মাসে সরকারি এক অনুষ্ঠানে এই নিয়ে তিনি শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবকে অনুরোধ করেছিলেন। তারপরই এই বইটিকে দশম শ্রেণির পাঠ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

শিক্ষক মহলের বক্তব্য, ছাত্রাবস্থায় ‘তরুণের স্বপ্ন’ পাঠের গুরুত্ব অপরিসীম। মূল্যবোধ, দেশাত্মবোধ, আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য বইটির কোনও বিকল্প নেই। নেতাজির লেখা চিঠি এবং প্রবন্ধের সংকলনটি বিভিন্ন মানুষকে উদ্বুদ্ধ করে এসেছে। তবে, সেটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত না করা হলে সেটি তার গুরুত্ব হারাবে বলেই মনে করছেন শিক্ষকরা। দশম শ্রেণি মাধ্যমিকের বছর। সেই বছরে সিংহভাগ অভিভাবক সন্তানদের ছবি আঁকা, গান, নাচ, বাদ্যসঙ্গীত, সাঁতার—সব ধরনের প্রশিক্ষণ বন্ধ করে দেন। গল্পের বই বা পাঠ্যবহির্ভূত যেকোনও বইয়ের উপরেও আরোপিত হয় নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে ‘তরুণের স্বপ্ন’ কতজন ছাত্রছাত্রী পড়বে, তা নিয়ে সংশয় থেকেই যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen