← রাজ্য বিভাগে ফিরে যান
আকাশের মুখ ভার, রাজ্যের সমস্ত জেলাতে দিনভর বৃষ্টির পূর্বাভাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গভীর নিম্নচাপে পরিণত হল নিম্নচাপ। ইতিমধ্যেই বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং নদিয়া জেলার বিভিন্ন এলাকা প্লাবিত। পরিস্থিতি আজ থেকে আরও খারাপ হতে চলেছে।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। জল জমা ও কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে পড়ার সতর্কতা দেওয়া হয়েছে। দিনভর মেঘলা আকাশ থাকবে।
উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে তিস্তা, জলঢাকার মতো নদীগুলিতে জল স্তর বৃদ্ধি ও পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।