বাংলা ভাগ-সিএএ নিয়ে সংসদে সরব তৃণমূল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলা ভাগ থেকে সিএএ নিয়ে সংসদে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। শুক্রবার রাজ্যসভার জিরো আওয়ারে দলের এমপি শামিরুল ইসলাম অভিযোগ করলেন, আদতে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। বাংলার উন্নয়ন নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। সর্বশক্তি দিয়ে এই বিভাজনের রাজনীতি রুখে দেওয়া হবে। উত্তরবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজেরও দাবি জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে এদিন বিজেপির সঙ্গে তুমুল বিতণ্ডাতেও জড়ান রাজ্যের শাসক দলের সাংসদরা।
শামিরুল বলেন, বিজেপির নেতা-মন্ত্রীরা বাংলা ভাগ নিয়ে সরব হচ্ছেন। উত্তরবঙ্গকে ভাগ করে দেওয়ার কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশক্তি দিয়ে উত্তরবঙ্গের উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন। আর এরা বিভাজনের রাজনীতি করছে। তৃণমূল সাংসদের অভিযোগ, আসলে গোড়ায় গলদ রয়েছে। এদের কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আলাদা কোনও ইস্যুই নয়। বাংলায় হেরে গিয়ে বিজেপি প্রতিশোধ নিতে চাইছে।
এদিন রাজ্যসভায় জিরো আওয়ারে সিএএ নিয়ে বলতে গিয়ে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর তুলে আনলেন প্যারিস অলিম্পিক্স প্রসঙ্গ। বললেন, দেশের ১১৭ জন প্রতিযোগী জাত, ধর্ম, ভাষা নির্বিশেষে দেশের হয়ে লড়ছেন। সেই উদাহরণ মাথায় রেখে বলতে হয়, ভারতীয় নাগরিকদের ধর্ম, ভাষা, জাতপাতের ভিত্তিতে বিভাজন করার রাজনীতি একেবারেই ঠিক নয়। এর পরেই তিনি সিএএ-র কথা বলে দাবি করেন, নাগরিকদের পরিচয়পত্র দেখাতে বলার প্রচেষ্টাও সঠিক নয়।