বিবিধ বিভাগে ফিরে যান

নবারুণ ভট্টাচার্যের প্রয়াণ দিবসে দেবর্ষি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হল ‘নবারুণ’

August 5, 2024 | 2 min read

নবারুণ ভট্টাচার্যের প্রয়াণ দিবসে দেবর্ষি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হল ‘নবারুণ’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৩১জুলাই, বুধবার নবারুণ ভট্টাচার্যের প্রয়াণ দিবসে প্রকাশিত হল ‘নবারুণ’, বইটি সম্পাদনা করেছেন লেখক, সম্পাদক দেবর্ষি বন্দ্যোপাধ্যায়। এদিন চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায় এবং নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায় বইটি প্রকাশক করেন। সপ্তর্ষি প্রকাশন বইটি প্রকাশ করেছে, তারাই এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন। বইয়ের প্রচ্ছদ করেছেন গদ্যকার অর্জুন বন্দ্যোপাধ্যায়।

সম্পাদক প্রায় চার বছর ধরে কাজটি করছেন বলে জানাচ্ছেন। নবারুণের জীবনের নানা অজানা দিক, মূলত তাঁর স্পিরিচুয়ালিটি, সাংবাদিকতা, থিয়েটারের দিকগুলোকে উঠে এসেছে বইতে। বৃষ্টি উপেক্ষা করে নবারুণ অনুরাগীরা, নবারুণের বন্ধুরা হাজির হয়েছিলেন চারুবাসনায়।

বই প্রকাশের পর নবারুণকে নিয়ে বক্তব্য রাখেন সুমন মুখোপাধ্যায়। সাত দশকে নবারুণের সঙ্গে আড্ডার স্মৃতি ভাগ করে নেন সঞ্জয় মুখোপাধ্যায়। সম্পাদক দেবর্ষি বলেন, বই গড়ে ওঠার কাহিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nabarun Bhattacharya, #Debarshi Bandyopadhyay

আরো দেখুন