দেশ বিভাগে ফিরে যান

সময় কম! ১৮ আগস্টের মধ্যে সুনীতা ও ব্যারিকে ফেরাতে পারবে NASA?

August 5, 2024 | < 1 min read

ব্যারি বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কমে আসছে সময়, আন্তর্জাতিক স্পেস স্টেশন ভিড় বেড়েই যাচ্ছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-কে ১৮ আগস্টের মধ্যে সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে হবে। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর সাহায্য নেওয়ার কথা ভাবা হচ্ছে।

চলতি বছরের ৬ জুন সুনীতা এবং ব্যারি আন্তর্জাতিক স্পেস স্টেশনে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি নোঙর করেন। ১৪ জুন তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু মহাকাশযানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিতেই, আটকে যান সুনীতা এবং ব্যারি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নেন। লাগাতার বোয়িং স্টারলাইনারকে ঠিক করার চেষ্টা চালাচ্ছেন সুনীতা এবং ব্যারি।

মহাকাশযানটির থ্রাস্টার চালু করা গেলেও, তাতে চেপে পৃথিবীতে ফেরা রীতিমতো ঝুঁকির! সুনীতা এবং ব্যারিকে ফেরাতে মাস্কের সংস্থার সাহায্য নেওয়ার কথা ভাবা হচ্ছে।
Crew 9 অভিযানের আগে সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Earth, #astronauts, #Space, #Nasa, #Sunita Williams

আরো দেখুন