DVC জল ছাড়ায় বন্যার ভ্রূকুটি, কী পদক্ষেপ প্রশাসনের?

তিন চারদিন যাবৎ লাগাতার বৃষ্টি হচ্ছে, গত ২৫ জুলাই থেকে জল ছাড়া শুরু করেছে ডিভিসি।

August 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলাজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন করে ডিভিসি জল ছাড়ায় নিম্ন দামোদর অববাহিকার এলাকাগুলিতে বন্যা হতে পারে। বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন। পূর্ব বর্ধমানের দামোদর তীরবর্তী ব্লক ও পঞ্চায়েতগুলির পক্ষ থেকে গ্রামে গ্রামে মাইকিং চলছে।

তিন চারদিন যাবৎ লাগাতার বৃষ্টি হচ্ছে, গত ২৫ জুলাই থেকে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। শনিবার নতুন করে ১ লক্ষ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেয় ডিভিসি রেগুলেটরি কমিটি। আশঙ্কা করা হচ্ছে দামোদরের নিম্নতীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হতে পারে, ইতিমধ্যে কিছু কিছু জায়গা তা শুরু হয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করছে জেলা প্রশাসন।

যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত, তাঁদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হচ্ছে। গবাদি পশু ও মৎস্যজীবীদের নৌকা নিরাপদস্থানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। খণ্ডঘোষ, রায়না ও জামালপুর ব্লক জুড়ে শুরু হয়েছে মাইকিং। আতঙ্কে রয়েছেন নিম্ন দামোদর তীরবর্তী অঞ্চলের মানুষজন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen