রাজ্য বিভাগে ফিরে যান

আজ বিধানসভায় বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব পেশ, BJP-র বিরুদ্ধে সুর চড়াবেন মমতা

August 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, সোমবার বিধানসভায় বাংলা ভাগের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিধায়করাও সরব হবেন। আজ বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব পেশ করা হবে বিধানসভায়।

কেন্দ্রের মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিজেপি বিধায়ক ও পদ্ম পার্টির নেতাদের বক্তব্যে বারবার উঠে আসছে বাংলাভাগের প্রসঙ্গ। বিগত ক’দিন তার ঝাঁঝ বেড়েছে। বাংলার উত্তরাংশকে ভাগ করার দাবিতে অনড় বিজেপি নেতারা। মালদহ, মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুলেছেন বাংলার এক বিজেপি বিধায়ক। বিজেপিকে কার্যত জবাব দিতে চাইছে তৃণমূল। আজ, সোমবার বিধানসভায় বাংলাভাগের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে। তারপর আলোচনা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনায় অংশ নেবেন।

প্রস্তাবে সরকার তরফে বলা হয়েছে, সঙ্কীর্ণ দলীয় রাজনীতির কারণে বিজেপির শাসনাধীনে কেন্দ্র সরকার উত্তরবঙ্গের জেলাগুলির উন্নয়নে অর্থ বরাদ্দ করেনি। সেখানকার মানুষ বঞ্চিত হয়েছেন। এখন বাংলা ভাগের চক্রান্ত চলছে। বাংলা ভাগের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Legislative Assembly, #West Bengal, #Mamata Banerjee, #bjp, #tmc

আরো দেখুন