মধুর প্রতিশোধ! আলকারাজকে হারিয়ে প্রথমবার অলিম্পিকে সোনা জয় জকোভিচের

August 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অলিম্পিকে সোনা জিতে বৃত্ত সম্পূর্ণ করলেন জকোভিচ। প্যারিস অলিম্পিকে সোনা জয়ের পাশাপাশি উইম্বলডন ফাইনালের বদলাও নিলেন নোভাক জকোভিচ। লন টেনিসের ফাইনালে ৭-৬, ৭-৬ গেমে জেতেন তিনি। দু’টি সেট-ই টাইব্রেকারে গড়িয়েছে।

ফাইনালে দুই খেলোয়াড়ই নিজেদের উজাড় করে দিয়েছেন। একবার আলকারাজ এগিয়ে গিয়েছেন, আবার কখনও টেক্কা দিয়েছেন নোভাক। প্রথম সেটই গড়ায় ৯৪ মিনিটে। জকোভিচ পাঁচটি ব্রেক পয়েন্ট ও আলকারাজ আটটি ব্রেক পয়েন্ট পান।

৩-৩ অবস্থায় প্রথম সেট টাইব্রেকারে গেলে টানা চার পয়েন্ট পেয়ে সেট জিতে নেন জোকার। দ্বিতীয় সেটও টাইব্রেকারে গড়ায়। ২-২ থেকে টাইব্রেকারে ৬-২ পয়েন্টে জিতে যান জোকার।

সোনা জয়ের পর আর কান্না চেপে রাখতে পারেননি তিনি। ছুটে যান পরিবারের কাছে, মেয়েকে কোলে নিয়ে আবার কাঁদতে থাকেন। স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, নাদাল এবং রজারদের তালিকায় ঢুকে পড়লেন জোকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen